শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ২৯
October 11, 2024
0
ওয়াশরুমের দিকে.. "কিছুক্ষন পর.... "একটা লম্বা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম আমি'!!আজকে নিজেকে খুব ফ্রেশ ফ্রেশ লাগছে তার সাথে আনন্দও হচ্ছে কতদিন পর ভার্সিটি যাচ্ছি'!! সবচেয়ে বেশি ভালো লাগছে তিহান ভাইয়ার সাথে দেখা হবে'!! উফ, কতদিন হলো তাকে দেখি না মনে হচ্ছে কত বছর জেনো দেখি নি তাকে'!! একটা ছোট্ট ধন্যবাদ দিতেই হবে তিহান ভাইয়াকে'!! এই ভেবে আলমারির দিকে এগিয়ে গেলাম আমি'!! আজকে একটা রেড কালারের জর্জেট চুড়িদার পরবো ভাবছি'!! যেই ভাবা সেই কাজ!! একটা সুন্দর চুড়িদার পড়ে নিলাম আমি, সাথে চুলগুলো যেহেতু ভিজে আছে তাই খুলে দিলাম, হাল্কা মেকাপ, চোখে কাজল, আর ঠোঁটে লাল রঙের হাল্কা লিপস্টিপ দিয়ে তৈরি আমি'!! আয়নায় নিজেই নিজেকে দেখে ক্রাশ খেলাম, কিন্তু ওই তিহাইনা শয়তানটায় খাইবো না যাগ গে.... "এমন সময় ফোন বাজলো আমার'!! উপরে রাত্রির নাম দেখে ফোনটা তুলেই বলে উঠলাম আমিঃ -----"আসছি আমি... "অপরপাশে রাত্রি অবাক হয়ে বললোঃ-----"তুই ঘুম থেকে উঠে পড়েছিস দোস্ত... -----"হুম, আর ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়েও গেছি.... ------"ওহ মাই গড এটা মীরা আক্কেল হয়ে গেলো দোস্ত... ------"আই নো, এখন ফোন রাখ আসছি আমি... "নাফিয়ার কথা শুনে হাল্কা হেঁসে বলে উঠল রাত্রিঃ ------"ঠিক আছে তাড়াতাড়ি আয় দোস্ত... ------"হুম আসছি আমি... "বলেই ফোনটা কেটে দিলাম আমি'!! তারপর কাঁধে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসলাম রুম থেকে'!! "ডাইনিং টেবিলে বসে ছিল আম্মু আর রুহান!"আমায় দেখে দু-জনেই হা হয়ে তাকিয়ে আছে'!! ওনাদের চাহনি দেখে আমি অবাক হয়ে বললামঃ -----"কি হলো তোমরা দুজন হা হয়ে কি দেখছো, আমায়আগে কখনো দেখো নাকি... -----"আরে আপু তুমি আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে কি করে উঠলে... (রুহান) ------"চোখ বন্ধ করা ছিল, চোখ খুলে উঠে পড়েছি.... "আমার কথা শুনে হেঁসে উঠলো আম্মু!!! তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পরলাম আমি' ভার্সিটির উদ্দেশ্যে.... !! "ভার্সিটির ভিতর ঢুকতেই সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে'!!এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার'!! আশ্চর্য আমায় কি এর আগে দেখো নি নাকি যে এভাবে তাকিয়ে আছে সবাই.... "এমন সময় মিতু আর রাত্রি দুজনেই দৌড়ে আসলো আমার কাছে'!! ওদের দেখে আমিও খুশি হয়ে দাঁড়িয়ে পরলাম'!!ওরা কাছে আসতেই দুজনকেই জড়িয়ে ধরলাম আমি'!! তারপর বলে উঠলামঃ -----"কেমন আছিস তোরা... ------"তোরে ছাড়া ভালো থাকি কিভাবে কিন্তু এখন তুই------"তোরে ছাড়া ভালো থাকি কিভাবে কিন্তু এখন তুই চলে এসেছিস এখন ভালো থাকবো... (মিতু) ------"হুম..(রাত্রি) "হাসলাম আমি'!! এমন সময় সিফাত ভাইয়া এসে বললো আমায়ঃ -----"নাফিয়া তোমায় তিহান ডাকছে... "হঠাৎ করে সিফাত ভাইয়ার মুখে এমন কথা শুনে আমি, রাত্রি, মিতু তিনজনই অবাক হয়ে গেলাম'!!আমি ঘাবড়ে গিয়ে বললামঃ -"আমায় কেন ডাকছে ভাইয়া কি করেছি আমি... -----"সেটা তো জানি না তোমায় তাড়াতাড়ি যেতে বলেছে... -"ঠিক আছে ভাইয়া আপনি যান আমি আসছি... -"ঠিক আছে... "বলেই সিফাত ভাইয়া চলে গেল'!! সিফাত ভাইয়া যেতেই আমি চোখ গরম করে রাত্রি আর মিতুর দিকে তাকিয়ে বলে উঠলামঃ -----"সত্যি করে বল আমি না থাকায় আবার উল্টো-----"সত্যি করে বল আমি না থাকায় আবার উল্টো পাল্টা কিছু করেছিস তোরা... ------"বিশ্বাস কর দোস্ত আমরা কিছু করি নি... (মিতু) -"সত্যি আমরা কিছু করি নি..(রাত্রি) ------"যদি তোদের জন্য আমাকে আবার শাস্তি পেতে হয় তাহলে তোদের একদিন কি আমার একদিন..... "বলেই এগিয়ে গেলাম আমি যেখানে তিহান ভাইয়া আছে সেখানে... ; "এদিকে মিতু আর রাত্রি এঁকে অপরের দিকে তাকিয়ে থেকে বলে উঠলঃ -----"আমরা তো সত্যি কিছু করি নি তাহলে তিহান ভাইয়া ডাকলো কেন নাফিয়াকে.. (মিতু) -"কি জানি.. [তোমরা যদি কেউ জানো কেনো ডাকলো তিহান নাফিয়াকে বইলো কিন্তু আমায়, হুম
Tags