Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ৩০


 "হা হয়ে তাকিয়ে আছে তিহান নাফিয়ার দিকে'!! যেন সে কি জন্য ডেকেছিল নাফিয়াকে তা সে নিজেই ভুলে গেছে'!! "আর অন্যদিকে ভয়ে কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আমি তিহান ভাইয়ার থেকে কয়েক কদম দূরে'!! না জানি তিহান ভাইয়া কি শাস্তি দেয় আমায়'!! একটু মিন মিন কন্ঠে বলে উঠলাম আমি তিহান ভাইয়াকেঃ -----"ভাইয়া ডেকে ছিলে আমায়... "তিহান চুপ! ---"কি হলো ভাইয়া কথা কেন বলছো না.... "তিহান চুপ!' "এদিকে তিহানের কান্ড দেখে সিফাত, রিয়াসহ তার সকল বন্ধুরা সবাই হা হয়ে তাকিয়ে আছে তার দিকে'!! হঠাৎই রিয়া তিহানের কাঁধে হাত দিয়ে বললোঃ -----"ওই কোথায় হারিয়ে গেলি তুই..."রিয়ার কথা শুনে তিহান তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো!!! তারপর রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল সেঃ --"হুম কি হয়েছে? -----"আরে ভুলে গেলি নাকি ওই তো নাফিয়া এসেছে তুই নাকি কি বলবি ওকে... (রিয়া) -----"ওহ আমি তো ভুলেই গেছিলাম... "এই বলে তিহান উঠে দাঁড়ালো'!! তারপর নাফিয়ার দিকে তাকাতে তাকাতেই এগিয়ে গেল সে... "এদিকে হুট করে তিহান ভাইয়াকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেলাম আমি'!! -----"হায় রে এখন কি হবে আমার... (মনে মনে) "তিহান ভাইয়া আসতে আসতে একদম আমার সামনে এসে দাঁড়ালো'!! ভয়ে ভয়ে তাকিয়ে আছি আমি তিহান ভাইয়ার দিকে'!!তারপর সে কিছু বলার আগেই বলে উঠলাম আমিঃ -----"বিশ্বাস কর ভাইয়া আমি কিছু করি নি, আমি তো এক কয়দিন ভার্সিটিতেই আসি নি সেটা তো তমিজানো, যদি কেউ কিছু করে থাকে তাহলে ওই রাত্রি আর মিতু করেছে, ওরা বার বার আমার নাম নিয়ে তোমার সাথে আজে বাজে কাজ করে ফেলে আর আমি ফেসে যাই, বিশ্বাস কর আমি কিছু করি নি ভাইয়া, ট্যাস্ট মি.... (উত্তেজিত কন্ঠে) "নাফিয়ার বক বক শুনে তিহান রেগে যায়!! আরে সে কি একবারও বলেছে নাকি নাফিয়া কোনো ভুলভাল কাজ করেছে'!!তিহান ধমকের স্বরে বলে উঠলঃ ----"থাম তুই আমি তোকে একবারও বলেছি তুই কিছু করেছিস... "তিহান ভাইয়ার ধমক শুনে আমার বকবকানি থামিয়ে দিলাম'!! তারপর একটু মিনমিন কন্ঠে অবাক হয়ে বলে উঠলাম আমিঃ -----"কিছু করি নি তাহলে ডাকলে কেন তুমি.. -----"সেটাও তো বলবো... -----"তাহলে বলছো না কেন? ------"তুই বলতে কোথায় দিচ্ছিস, তোর সামনে এসে দাঁড়াতেই তো বক বক শুরু করে দিলি...------"তুই বলতে কোথায় দিচ্ছিস, তোর সামনে এসে দাঁড়াতেই তো বক বক শুরু করে দিলি... ------"আসলে আমি তো ভাবছিলাম... ------"কি ভাবছিলি তুই... ------"না কিছু না এখন বলো কি জন্য ডেকেছো আমায়... ------"পা এখন কেমন তোের.... "তিহান ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার'!! ভাইয়া আমার পা কেমন আছে সেটা জানার জন্য ডেকেছে'!!আমি তো আজকে মহা খুশি! আমার ভাবনার মাঝখানে আবারো বলে উঠল ভাইয়াঃ -"কি হলো কথা বলছিস না কেন? পা কেমন আছে তোর... ----"হুম হা একটু ভালো... ---"ঠিক মতো ঔষধ নিয়েছিলি তো... -"হুম ভাইয়া... "আর কি বলবে বুঝতে পারছে না তিহান তাই চুপ করে রইলো সে'!!তিহান ভাইয়া চুপ হয়ে যাওয়াতে আমি বলে

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.