Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ২৮


 "মাঝখানে কাটলো তিনদিন!' এই তিনদিনে বাড়ি বাহিরে বের হয় নি নাফিয়া'!!সারাদিন বাড়িতেই ছিল শুধু মাঝখানে দু'দিন রাত্রি আর মিতু এসে দেখা করে গেছে তার সাথে'!! নাফিয়া তার সাথে হয়ে যাওয়া ঘটনাটা বাড়িতে কাউকে না বললেও রাত্রি আর মিতুকে বলতে ভুল হয় নি তার'!! জীবনে কিছু কিছু কথা থাকে যেগুলো ফেমিলির কাউকে বলা না কিন্তু বেস্টফ্রেন্ডকে ঠিকই বলা যায়'!! এই তিনদিনে নাফিয়া এখন অনেকটাই সুস্থ'!! সে এখন স্বাভাবিক ভাবে হাঁটতে না পারলেও খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে ঠিকই পারে... "বিকেল_৪:০০টা.... "মোবাইলে একটা সুন্দর গান ছেড়ে বিছানায় শুয়ে আছে নাফিয়া'!! আজও সেদিন রাতের কথা ভাবলে খুব ভালো লাগে তার'!!কি সুন্দর যত্ন নিয়েছিল তিহান তার ভাবতেই খুশিতে মনটা ভরে ওঠে নাফিয়ার'!!আবার আফসোসও হয় যদি সত্যি সত্যি তিহান তাকে ভালোবাসতো তাহলে কতই না ভালো হতো'!! কিন্তু হনুমানটা তো তা করবে না'!! একরাশ হতাশা নিয়ে শুয়ে আছে নাফিয়া!" এমন সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো নাফিয়ার'!! প্রথম কল দেখে নাফিয়ার ভাবতে ভাবতেই কেটে গেল'!! পরের কল বাজতেই ফোনটা তুলে বলে উঠল নাফিয়াঃ-----"হ্যালো আসসালামু আলাইকুম... ------"ওলাইকুম আসসালাম... -----"কে বলছেন? ------"পরিচয় না দিলে চিনবে না বুঝি.... ------"এটা আবার কেমন কথা... "হাসলো অপর পাশের ব্যক্তি... -----"আশ্চর্য আপনি হাসছেন কেন? পরিচয় দিবেন নাকি ফোন কেটে দিবো... -----"আরে রেগে যাচ্ছো কেন আমি হলাম মাস্ক পরিধিত সেই ব্যক্তি যাকে দেখার জন্য তুমি ব্যাকুল হয়ে আছো... "লোকটির কথা শুনে মাথায় যেন আকাশ ভেঙে পরলো নাফিয়ার!!!এক প্রকার অবাক হয়ে বললো সেঃ -----"আপনি আমার নাম্বার কোথায় পেলেন... ------"পেয়েছি কোথাও, আগে বলো তোমার পা কেমন এখন---"হুম ভালো আগের চেয়ে অনেক বেটার... ---"গুড... ------"ওয়ান সেকেন্ড, আপনি কি করে জানলেন আমার পায়ে ব্যাথা... ------"না আসলে তিহান বলেছিল... ----"কি আপনি তিহান ভাইয়াকেও চিনেন নাকি... ------"তিহানকে চিনবো না ওর আর আমি তো একই সাথে এক ডিপার্টমেন্টে পড়ি... -----"ওহ কিন্তু আপনি এটাও বা জানলেন কি করে যে তিহান ভাইয়া জানে আমার পায়ে ব্যাথা... -----"আরে তুমি এত প্রশ্ন কেন করছো বলো তো!' তোমার সমস্যা হয়েছে আমি ফোন করেছি বলে...? ---"না তেমনটা নয় আসলে... -----"ওসব কথা বাদ দেও আগে বলো এখন সুস্থ আছো তুমি...তুমি... --"হুম অনেকটাই... ---"ভার্সিটি কবে আসছো?' ---"কালকেই যাবো... -----"ওহ তাহলে তো আরো ভালো... -"কি ভালো... -"না কিছু না আচ্ছা তাহলে রাখি পড়ে কথা হবে... -"ঠিক আছে বাই... ------"বাই!' "বলেই ফোনটা কেঁদে দিলো অপর পাশের ব্যক্তিটি! "সূর্যের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙল আমার'!! ঘড়ির কাটায় তাকাতেই দেখলাম ঘড়ির কাঁটায় ৯ টার কাঁটায় ছুঁই ছুঁই'!! মুখে হাই তুলতে তুলতে বিছানা ছেড়ে উঠে বসলাম আমি'!! তারপর পা টিপে টিপে চলে গেলাম

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.